ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

অনলাইন ডেস্ক : দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারের কাছে

নিহত নুর আলম (২৫) ওই ইউনিয়নের রামজীবনপুর এলাকার মৃত আজগর আলরির ছেলে।

দিনাজপুরের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে দশমাইল এলাকায় আটক করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।