কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০ অনলাইন ডেস্ক : ঈদুল আজহার দাওয়াত খাওয়ার জন্য শ্বশুর বাড়ী যাওয়ার পথে স্ত্রীর সাথে অভিমান করে প্রকাশ্যে সেতুর ওপর থেকে লাফ দিয়ে ধরলার গভীর পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শেখ হাসিনা ধরলা সেতুতে। নিহত ওই যুবকের নাম জোবায়ের আলম জয় (২২)। নিহত যুবক হলেন ফুলবাড়ী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চন্দ্রখানা কলেজপাড়ার বসবাসকারী আমীর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা হারাটি এলাকায় দুপুরে স্ত্রীসহ অটোবাইক যোগে দাওয়াত খাওয়ার জন্য শ্বশুড়বাড়ী যাচ্ছিলেন তারা। অটোবাইকটি ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌছিলে স্ত্রীর সাথে অভিমান করে আকস্মিকভাবে অটো থেকে নেমে দৌড় দেন জয়। এ সময় তার স্ত্রী তাকে আটক করার জন্য চিৎকার দেয়। লোকজন বুঝে ওঠার আগে সেতুর রেলিংয়ের ওপর উঠেন জয়। স্ত্রীর আর্তনাদ করেও ফেরাতে পারেনি তার স্বামী জয়কে। চোখের সামনে লাফ দিয়ে ধরলার গভীর পানিতে ডুবে যায় জয়। তীব্র স্রোতে সাথে সাথেই ডুবে যায় জয়। এমন নির্মম ঘটনা দেখে স্ত্রী শিউলি বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের লোকজন এসে শিউলিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে বিকাল ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়। ফুলবাড়ী থানার এস আই হাবিবুর রহমান জানান, যদিও নদীর গভীরতা ও স্রোত বেশি তারপরও পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় খুব দ্রুত লাশ উদ্ধার করা হয়েছে। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কুড়িগ্রামে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি কুড়িগ্রামে আবারো বাড়ছে ধরলার পানি কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি লক্ষাধিক মানুষ পানিবন্দি কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি পঞ্চগড়ে কূপে পড়ে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে রাজারহাটে আনন্দ র্যালি কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: কুড়িগ্রামেঝাঁপ দিয়েধরলা সেতুর ওপর থেকেনদীতে ডুবেযুবকের মৃত্যু