বোদায় ১৪৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ২২, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় ১৪৫ পিচ ইয়াবাসহ মোঃ লিটন ইসলাম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টায় শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করা হয়। সে ঠাকুরগাঁও সদর থানার খালিশাকুড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, সোর্স মারফত জানতে পারি শহীদ মিনারের সামনে লিটন ও আনারুল নামের দুইজন মাদক ব্যবসায়ী নেশা জাতীয় কিছু বিক্রির চেষ্টা চালাচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে থানার একটি টহল টিম ইয়াবাসহ লিটনকে হাতে নাতে গ্রেফতার করে। এসময় আনারুল পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লিটনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।