গণহারে ইউক্রেনীয়দের নাগরিকত্ব দেবে রাশিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২ আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জনগণকে গণহারে রুশ নাগরিকত্ব দেয়ার লক্ষ্যে একটি সরকারি আদেশ (ডিক্রি) জারি করেছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে এ বিষয়ে একটি নথি প্রকাশিত হয়েছে। এতে ইউক্রেনীয় জনগণের রাশিয়ার নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করার কথা বলা হয়েছে। এই ডিক্রির ফলে ইউক্রেনের সব নাগরিক রাশিয়ার নাগরিকত্ব পাবেন। ডিক্রিতে বলা হয়, ইউক্রেনের সব নাগরিককে রাশিয়ার নাগরিকত্ব পেতে আবেদন করার শর্তাবলি সহজ ও শিথিল করা হয়েছে। এখন আর কাউকে রাশিয়ায় পাঁচ বছর অবস্থান করার মতো শর্ত পূরণ করতে হবে না। আবেদনকারীকে রুশ ভাষা জানার শর্তও শিথিল করা হয়েছে। এর আগে পূর্ব ইউক্রেনের স্বতন্ত্র-স্বাধীন অঞ্চল হিসেবে ঘোষিত দোনেৎস্কো ও লুহানস্কো এবং রাশিয়ার অধিকৃত দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া ও খেরসন অঞ্চলের বাসিন্দাদের রুশ নাগরিকত্ব দেওয়ার জন্য একই ধরনের একটি ডিক্রি জারি করেন ভ্লাদিমির পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকেই পূর্ব ইউরোপের দেশটিতে শুরু হয় রুশ সেনা অভিযান। এ ক্ষেত্রে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিহতের ডাক ও পাল্টা আক্রমণের নৈতিক অবস্থান দুর্বল করতে এমন সহজ নাগরিকত্বের টোপ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। Share this:FacebookX Related posts: ভারতের জন্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে রাশিয়া রাশিয়ায় নতুন সরকার গঠন করলেন পুতিন অস্ত্র উৎপাদনে রাশিয়াকে টপকে বিশ্বে দ্বিতীয় চীন করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে স্পুটনিক-৫ ভ্যাকসিনের তথ্য দিতে রাজি রাশিয়া রাশিয়া-চীনের সঙ্গে অস্ত্র চুক্তি ইরানের বিক্ষোভে উত্তাল রাশিয়া : মস্কো লকডাউনড করোনার তৃতীয় ভ্যাকসিনের অনুমোদন দিল রাশিয়া বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ জার্মানিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যাবেন না ট্রাম্প ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির বৈঠক আজ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ইউক্রেনীয়দেরগণহারেনাগরিকত্ব দেবেরাশিয়া