পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৬) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
২ জুন (মঙ্গলবার) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ফুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী সকালে চার্জে থাকা অটো আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পারিবারের লোকজন চিৎকার দিলে স্থানীয় লোকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।