বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎপৃষ্টে মো. দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.দেলোয়ার হোসেন ওই এলাকার মো. আমিনুল ইসলাম এর ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানার ওসি জানান, শুক্রবার সকালে দেলোয়ার নিজ বাড়িতে বিদ্যুতের এলোমেলো তার ঠিক করছিল। এসময় সে ওই এলোমেলো তারে জড়িয়ে যায়। পরে তার স্ত্রী স্বামীকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে মেইন সুইচ বন্ধ করে দিয়ে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।