দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আদিবাসীর মৃত্যু

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আদিবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নবাবগঞ্জ-দাউদপুর সড়কের খয়েরগনি নামক স্থানে এ দুঘটনা ঘটে।
নিহত শিবলাল হাসদা (৫০) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাঠালপাড়া কড়াইবন গ্রামের সুফল হাসদার ছেলে।

পুলিশ ও প্রদতক্ষদর্শীরা জানায়, নিহত যুবক খয়েরগুনি মাটকুটপাড়া গ্রামে তার ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দাউদপুর থেকে নবাবগঞ্জ অভিমুখী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।