পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সানি (০৯) নামের এক শিশুকে পাওয়া গেছে। সে ঢাকা থেকে ট্রেনে করে পঞ্চগড় আসে। বর্তমানে শিশুটি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে আছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি ৫মে (শুক্রবার) সকালে ঢাকা থেকে ট্রেনে করে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে আসে। সেখান থেকে অটোবাইকে উঠে। অটোচালকের জিজ্ঞাসায়, শিশুটি ট্রেনে করে ঢাকা থেকে এসেছে বলে জানায়। এরপর অটোচালক তেঁতুলিয়া থানায় যোগাযোগ করলে পুলিশ শিশুটিকে থানায় নিয়ে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির নাম- সানি, পিতা – জাহাঙ্গীর আলম (লেগুনা চালক), মাতা- সাথী আক্তার। শিশুটির পিতা যাত্রাবাড়ি-চিটাগাং রোডে লেগুনা চালায়। বর্তমানে শিশুটি তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে আছে।

শিশুটির পরিচয় কোন সহৃদয়বান ব্যক্তি জানলে পঞ্চগড় পুলিশ কন্ট্রোল রুম, ০১৭০৪৩৪৩৪৮০ এবং অফিসার ইনচার্জ, তেঁতুলিয়া মডেল থানা, পঞ্চগড় ০১৭১৩৩৭৪০০২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।