২০৩০ সালের মধ্যে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে- রেলপথ মন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : আগামী ২০৩০ সালের মধ্যে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশে কৃষি অর্থনীতির পাশাপাশি শিল্প অর্থনীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা কৃষি থেকে শিল্পের দিকে এগিয়ে যাচ্ছি। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে সদ্য চুক্তি সম্পাদিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী এ্যাডঃ নূরুল ইসলাম সুজন এ কথা বলেন। উপজেলার দেবীগঞ্জ, দেবীডুবা ও সোনাহার ইউনিয়নের প্রধানপুর, দেবীডুবা, ও দাড়ারহাট মৌজায় ২১৭.৭৮ একর জমি দেখতে ওই এলাকাগুলো পরিদর্শন করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, বাংলাদেশকে টেকসই করতে হলে শিল্প ও শিল্পের উপর করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আমাদের শিল্প গড়ে উঠছে। আমাদের লোক সংখ্যা বাড়ছে, কিন্তু জমির পরিমাণ একই আছে এবং আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এজন্য যত্রতত্র বাড়িঘর ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যাতে না হয় সেজন্য সরকার বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছে। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পুলিশ সুপার ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সদ্য চুক্তি সম্পাদিত দেবীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অঞ্চল বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন রেলপথ মন্ত্রী নির্বাচনী এলাকায় সাইকেল বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে অসহায় দুস্থদের মাঝে কোরবানির গোস্ত বিলি করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: ১০০ টি২০৩০ সালের মধ্যেঅর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবেরেলপথ মন্ত্রী