সিএনজিকে বাসের চাপায় নিহত ৫

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চালিত অটোরিকশাকে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় জন।

সোমবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ভাইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, ভাইয়ার দিঘীর পাড়ে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস গাছবাড়িয়াগামী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে পাঁচ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ছয় যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। আর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে আছে।