ধর্মপাশায় অ্যাড. গোলাম কিবরিয়ার উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. মো. গোলাম কিবরিয়ার ব্যক্তিগত উদ্যোগে সুনামগঞ্জের ধর্মপাশায় ৮ শত বন্যার্ত পরিবারের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ধর্মপাশা সরকারি কলেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বালিকা উচ্চ বিদ্যালয় ও ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে রান্না করা ৮০০ খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সদর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম.আর খান পাঠান, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, সদর ইউপি যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ পিকে, এনামুল হক জোহা প্রমুখ