ধর্মপাশায় সুনামকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশায় দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সাত বছরে পর্দাপন উপলক্ষে কেক কেটে পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ধর্মপাশা টেলিভিশন মিডিয়া সেন্টারে কেক কাটা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম দিদার, মধ্যনগর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র সরকার, মধ্যনগর বিপি স্কুল এন্ড কলেজের শিক্ষক নির্মল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ও সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাজিদুল হক, সমকাল ও মোহনা টিভি প্রতিনিধি এনামুল হক, দৈনিক সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস প্রমুখ।