ধর্মপাশায় ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে সুহৃদ, শিক্ষানুরাগী, সামাজিক সচেতন অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দুুপুরে উপজেলার দশধরী জুবায়দা গার্ডেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. রফিকুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার পাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা শিক্ষা পল্লীর পরিচালক গোলাম জিলানী।

অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ডা. সিরাজুল ইসলাম তালুকদার, মো. নুরুল ইসলাম, আবু তাহের, যতিন্দ্র চন্দ্র সরকার, আব্দুস মালেক, মতিন্দ্র চন্দ্র কর, সুশীল চন্দ্র সরকার, মো. মজিবুর রহমান, জুবায়ের পাশা হিমু, আব্দুল খালেক, মো. জালাল তালুকদার, বজলুর রহমান, পিকে, সাংবাদিক শাফিকুল ইসলাম, প্রধান শিক্ষক শাজাহান কবীর, প্রধান শিক্ষক নজমুল হায়দার, আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।