ধর্মপাশায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে ব্যাবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাজারের হাজ্বী ট্রেডার্সের ব্যবসায়ী রফিকুল হককে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রফিকুল হক ভয়াবহ বন্যা কবলিত মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতি সিলিন্ডার ২৫০ থেকে ৩০০ টাকা বেশি দরে বিক্রি করছিলেন। রোববার বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় রফিকুল হককে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।