ধর্মপাশায় নবীন বিসিএস ক্যাডারদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, মে ৮, ২০২২

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশা উপজেলা হতে সুপারিশ প্রাপ্ত ৪০ তম নবীন বিসিএস ক্যাডারদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশের পরিচয় পর্ব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে ।

গত ৭ই মে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ উপজেলা হতে সুপারিশ প্রাপ্ত ৪০ তম নবীন বি সি এস ক্যাডারদের আমন্ত্রন জানানো হলে,নবীন ক্যাডারগণ ওই দিন বিকেলে্ উপজেলা নির্বহী অফিসার মুনতাসির হাসান পলাশের সাথে সাক্ষাতের জন্য আসলে তাদের সাথে পরিচয় পর্ব সেরে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের অভিনন্দন জানিয়ে নবীনদের এ সাফল্য অর্জন ও কর্ম ক্ষেত্রে উৎসাহ দানের লক্ষে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশ ।

সুপারিশ প্রাপ্ত নবীন বি সি এস ক্যাডার মিজানুর রহমান বলেন কোন ভাল কাজের স্বীকৃতি পাওযা নিজের কাছে খুবই আনন্দের ,ইউ এন ও মহোদয়ের এমন উদ্যোগ ও গঠন মূলক পরামর্শ আমার কর্ম ক্ষেত্রে অনেক সহায়তা প্রদান করবে,আমি ইউ এন ও মহোদয়কে ধন্যবাদ জানাই শুভেচ্ছা বিনিময় আয়োজনের জন্য ।

নবীন সহকারী কর কমিশনার সুপারিশ প্রাপ্ত বি সি এস ক্যাডার সংগীতা সরকার বলেন আমাদের ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনতাসির হাসান পলাশ (ইউ এন ও) মহোদয়ের আমন্ত্রনে উনার কার্যালয়ে গেলে তিনি পরিচয় পর্ব ও ফুলেল মুভেচ্ছা বিনিময় করেন । দিক নিদের্শনা মূলক আলোচনা করেন যা কর্ম ক্ষেত্রে আমার অনেক কাজে আসবে । সে জন্য ইউ এন ও মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ।