ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘ধর্মপাশা শিক্ষা পল্লী’র অধীনস্থ মাস্টার বাড়ী সুফিয়া রহিম গণপাঠাগার, মাস্টার বাড়ী ট্রেনিং ইন্সটিটিউট, ফাহিম ডে কেয়ার সেন্টার এবং মাস্টার বাড়ী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হাসপাতাল রোডস্থ প্রতিষ্ঠানের ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এক আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে এ সময় প্রতিষ্ঠানের পরিচালক গোলাম জিলানীর জন্মদিন পালন করে শিক্ষার্থীরা। এর আগে প্রতিষ্ঠানের উপদেষ্টা প্রয়াত আব্দুর রহিম মাস্টারের আত্মার মাগফেরাত কামনা হয়। অনুষ্ঠানে শিক্ষক মানিক চন্দ্র পালসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।