ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১
??

চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : হাওরে ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরু ও সরকারি ওয়েব পোর্টালে সকল পিআইসিদের তালিকা প্রকাশের দাবিতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হাওর বাঁচাও আন্দোলন ধর্মপাশা উপজেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল এগারোটায় মধ্যনগর শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির সদস্য সচিব চয়ন কান্তি দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কমিটির যুগ্ন আহ্বায়ক আলাউদ্দিন, সদস্য সাজিদুল হক সাজু, মধ্যনগর থানা কমিটির যুগ্ন আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব গোপেস সরকার, সাংবাদিক আতিক ফারুকী, আল আমিন সালমান প্রমুখ।