ধর্মপাশায় ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা, নতুন কমিটি গঠনের দাবি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১ চয়ন কান্তি দাস,ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন কমিটির যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহ। শনিবার বিকেল তিনটার দিকে উকিলপাড়াস্থ একটি ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এম হাবিবুল্লাহ তার লিখিত বক্তব্যে বলেন, গত ৬ জানুয়ারি ধর্মপাশা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নামে ভুল, সিনিয়র জুনিয়র অসংগতি, স্বজন প্রীতি, সংগঠনকে ব্যক্তিস্বার্থে কুক্ষিগতকরণ, ২০১৮ সালে সংসদ নির্বাচনে দলের বিরোধিতা করে যারা নৌকার পক্ষে কাজ করেছেন তাদেরকে কমিটিতে অন্তর্ভূক্তকরণ, রাজপথে পরিশ্রমী এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং বঞ্চিতকরণ ইত্যাদি বিষয় পরিস্কারভাবে ফুটে উঠেছে। যা সংগঠনকে নিশ্চিতভাবে সংকটে ফেলবে। এ নিয়ে কমিটির অনেকেই শঙ্কিত এবং অসন্তুষ্ট। সকল অসংগতি বিবেচনায় নিয়ে এই স্বেচ্ছাচারিতা এবং সংগঠনকে টাকার বিনিময়ে বাণিজ্যকরণের প্রতিবাদ জানানোর পাশাপাশি তিনি কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং অবিলম্বে ধর্মপাশা উজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কমিটি পুনঃর্গঠনের জন্য জোর দাবি জানান এম হাবিবুল্লাহ। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান রাজ, সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল রামী। উপজেলা ছাত্রদল নেতা অনিক তালুকদার, ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জাবেদ মিয়া, সদস্য রায়হান মিয়া, শফিক আহমেদ প্রমুখ। Share this:FacebookX Related posts: ধর্মপাশায় রুই জাতীয় পোনামাছ অবমুক্ত ধর্মপাশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত ধর্মপাশায় করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু, দাফন সম্পন্ন ধর্মপাশায় নৌ শ্রমিকের মৃতদেহ উদ্ধার ধর্মপাশায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ধর্মপাশায় মাসিক স্কিল ল্যাব ট্রেনিং ও সিএসবিদের উপকরণ প্রদান ধর্মপাশায় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় সুনামকণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন ধর্মপাশায় ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা ধর্মপাশায় এমপি রতন ও চেয়ারম্যান রোকনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: অবাঞ্ছিত ঘোষণাকমিটিছাত্রদলেরধর্মপাশায়নতুন কমিটি গঠনের দাবি