পঞ্চগড়ে বিলুপ্ত সিটমহল এলাকায় বকনা বিতরণ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জুন ৯, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি ; উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাসা ইউনিয়নের বিলুপ্ত সিটমহল এলাকার বসবাসকারী সুফলভোগী খামারিদের মাঝে বকনা বিতরণ করা হয়েছে।

৮ জুন (বুধবার) সকালে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিলুপ্ত সিটমহল এলাকার বসবাসকারী সুফলভোগী খামারিদের মাঝে ২০টি বকনা গাভী বিতরণ করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ অফিসার ডঃ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি চীপ এপিডেমিওলজিস্ট ডঃ এনামুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক।

এসময় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ও হাড়িভাসা ইউনিয়নের বিলুপ্ত সিটমহল এলাকার বসবাসকারী সুফলভোগী ২০ খামারির মাঝে ২০টি বকনা বিতরণ করা হয়।