পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৮৮ জন

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়রে করোনাভাইরাসের সংক্রমণরোধে বিদেশ ফেরত ১৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ। রবিবার (২২ মার্চ) সকাল ১১টা পর্যন্ত ১৮৮ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড় জেলায় বিদেশ ফেরত ১৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং চার জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় ৯০০ জন প্রবাসী বিদেশ থেকে ফিরেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।