পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৬ পরিবারের ১৩টি ঘরবাড়ি পুড়ে গেছে। রোববার গভীর রাতে জেলার বোদা উপজেলার বোদা সদর ও মাড়েয়া ইউনিয়নের (দুই ইউনিয়নের সীমানায়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ধান, চালসহ গবাদি পশু পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুটি গরু এবং দুটি ছাগল পুড়ে মারা গেছে। টুনিয়া রানী নামে এক নারী আহত হয়েছে।

বোদা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুনে ছয় লাখ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও দুটি করে কম্বল বিতরণ করেছেন। এছাড়া মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ব্যক্তিগতভাবে এক হাজার করে টাকা সহায়তা করেছেন।