পঞ্চগড়ে ৮ ট্রাকচালককে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে বালি পরিবহন করার দায়ে ৮ ট্রাকচালককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১ মে (শুক্রবার) বিকেলে জেলা শহরের গোলচত্বরে বালি পরিবহন করার সময় ওই ৮ ট্রাককে জব্দ করে পুলিশ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এ জরিমানা প্রদান করেন।

পুলিশ সূত্রে জানায়, বিকেলে জেলা শহরের গোলচত্বরে বালি পরিবহন করার সময় ওই ৮ ট্রাককে জব্দ করা হয়। ৮ ট্রাকের প্রত্যেক চালককে ৫ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং জব্দ করা ট্রাকগুলো সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামের জিম্মায় দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে জব্দ করা বালি প্রকাশ্যে নিলামে বিক্রি করে বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, সরকারী নির্দেশনা অমান্য করে ট্রাকে বালি পরিবহন করার দায়ে ৮ ট্রাক চালককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।