পঞ্চগড়ে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে করোনাভাইরাসে আক্রান্ত সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান (৬৫) মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কভিড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এটাই পঞ্চগড় জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম কোন ব্যক্তিরর মৃত্যু। আমিনুর রহমানের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ডায়ালিইসিস করতে হতো। ঢাকায় তার ছেলের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কয়েকদিন আগে ঢাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া স্ত্রীর লাশ নিয়ে তিনি পরিবারসহ বাড়িতে আসেন। সে দিন থেকে বাড়ীটি লকডাউন করাসহ পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়। ১৫ মে ওই পরিবারের চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে রবিবার (১৭ মে) তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয় বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলায়মান আলী জানান। আমিনুর রহমানের অবস্থার দ্রুত অবনতি হলে সিভিল সার্জন সোমবার তাকে বিশেষ ব্যবস্থায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করেন। কিন্তু তার সন্তানরা অ্যাম্বুলেন্সের চালককে জোর করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কভিড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের বাবাকে ভর্তি করায়। সেখানে করোনার চিকিৎসা থাকলেও ডায়ালাইসিসের কোনো ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যেতে বার বার অনুরোধ করলেও সন্তানদের রাজি করাতে পারেননি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কভিড হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ পঞ্চগড়ে করোনায় আরো ১ জনের মৃত্যু পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে করোনাকে জয় করলো ৩ যুবক পঞ্চগড়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আইনজীবী আটক: ফাঁসির দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: আমিনুর রহমানের মৃত্যুকরোনায়পঞ্চগড়েসাবেক ইউপি চেয়ারম্যান