পঞ্চগড়ে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : দেশব্যাপী করোনা ভাইাসের (কভিড-১৯) প্রার্দুভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরা পঞ্চগড় জেলার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে এসেছে পঞ্চগড় ১৮ বিজিপি। পঞ্চগড় সদর উপজেলার ময়নাগুড়ি ও পূর্ব শিকারপুর এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান। বিজিবির ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলায় এক হাজার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে পর্যায়ক্রমে এসব খাদ্য সামগ্রী দেয়া হবে। খাদ্য সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা ও ১ প্যাকেট লবণ দেয়া হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে দেশে কার্যকরী ভূমিকা পালন করে আসচ্ছে। দেশব্যপী চলমান বর্তমান করোনা পরিস্থিতি ছাড়াও যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তী তথা দেশের সকল স্তরের বিশেষকরে সীমান্তবর্তী জেলাসমূহের দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থাকে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। আগামী ১৯ মে এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিজিবি। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে জুটমিলের চারশত শ্রমিকে খাদ্য সামগ্রী বিতরণ পঞ্চগড়ে বিজিবি’র ত্রান সামগ্রী বিতরণ পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: খাদ্য সামগ্রী বিতরণপঞ্চগড়েবিজিবি'র