পঞ্চগড়ে পুলিশকে পিপিই প্রদান

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মে ৭, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে পুলিশের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুল আলীর হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) এসব সামগ্রী বিতরণ করে। পুলিশ সুপার বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এসব সামগ্রী ব্যবহার করে পুলিশ সদস্যরা স্বাচ্ছন্দে দায়িত্ব পালন করতে পারবেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈমুল হাছান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান, ইএসডিওর জোনাল ম্যানেজার ওমর ফারুক, জেলা ফোকাল পার্সন মো. রাজিউর রহমান উপস্থিত ছিলেন।

সরকারের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে ইএসডিও সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬২৮টি পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, বালতি, গামলা, হুইল পাউডার, মাস্কসহ হাইজিন কীট প্যাকেজ বিতরণ করেছে।

এছাড়া এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইএসডিও পঞ্চগড়সহ নওগাঁ, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে।