পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাত দিন ব্যাপী ভাষা সৈনিক সুলতান বই মেলা-২০২০ শুরু হয়েছে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসন সাবিনা ইয়াসমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ভাষা সৈনিক সুলতান বই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকাশনার পক্ষ থেকে প্রদর্শনী ও বিক্রির জন্য ২২টি বইয়ের স্টল দেয়া হয়েছে। অতিথীরা মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।প্রতিদিন মেলার মঞ্চে থাকবে সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান। এছাড়া সপ্তাহব্যাপী বই মেলায় থাকছে মাতৃভাষা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন।