জয়পুরহাটে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ১৩ লাখ টাকা উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ অনলাইন ডেস্ক : আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও ছিনতাইকৃত ১৩ লাখ টাকা উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারী চক্রের তিন সদস্য হলেন জেলা শহরের আমতলী এলাকার মজিবর রহমানের ছেলে জামিউল ইসলাম মিন্টু (৪০), ধানমন্ডি মহল্লার রফিকুল ইসলামের ছেলে শামসুজ্জোহা জোহা (৩১) ও সুমন (৩২)। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, জানান, ইসলামী ব্যাংকের জামালগঞ্জ এজেন্ট শাখার ম্যানেজার আবুল হোসেন লেনদেনের জন্য বেলা ১১টার সময় ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা হতে ১৩ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে রওনা দেন। টাকাগুলো নিয়ে জামালগঞ্জ যাওয়ার পথে জয়পুরহাট-জামালগঞ্জ সড়কের চান্দা নামক এলাকায় পেছন থেকে দুটি মোটরসাইকেলে ৬ ছিনতাইকারী তার গতিরোধ করে চোখে মরিচের গুড়া ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশের একটি টীম দ্রুত গিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এলাকার লোকজনের সহায়তায় পুলিশ ওই তিন ছিনতাইকারীকে আটকসহ ছিনতাইকৃত ১৩ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ছিনতাইকারীদের নিকট থেকে তিনটি ধারালো ছুরি, একটি চাইনিজ কুড়াল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানান ওসি আলমগীর জাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রেপ্তার জয়পুরহাটে কাবিখার ৫০ মেট্রিক টন গম আটক জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে জুয়াড়ীসহ আটক ১০ জয়পুরহাটে ৪৮ ঘণ্টর মধ্যে ক্লু-লেস খুনের রহস্য উদঘাটন জয়পুরহাটে ৯ মাদকসেবী আটক জয়পুরহাটে ধর্ষণে বাধা দেওয়ায় কলেজছাত্রীকে হত্যা আত্রাইয়ে পৃথক অভিযানে ৭জুয়াড়িসহ ৪জন গ্রেপ্তার SHARES Matched Content অপরাধ বিষয়: ১৩ লাখ টাকা উদ্ধারগ্রেপ্তারচক্রের ৩ সদস্যছিনতাইকারীজয়পুরহাটে