চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে হায়দার নামে একজন ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার পুরাতন বাজারে চাঁপাই বুক ডিপো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বোয়ালিয়া ফকিরগঞ্জ দিলদার পাড়ার মৃত মোশাররফের ছেলে মো. হায়দার রহমান (৪৫)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, পৌর এলাকার চাঁপাই বুক ডিপোর মালিক মো. নাসিরুল ইসলামের কাছে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর দাবি করে এক ব্যক্তি দোকানের ট্যাক্সের ফাইল দেখতে চায়।

এ সময় দোকান মালিকের সন্দেহ হলে পাশে দোকানে থাকা চাঁপাইনবাবগঞ্জ ইনকাম ট্যাক্স অফিসের কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামকে খবর দিলে ধরে ফেলে শহিদুলকে। তিনি তাৎক্ষণিক নিশ্চিত করেন আটক ব্যক্তি ইনকাম ট্যাক্স অফিসের কোন কর্মকর্তা নয়। পরে পুলিশকে খবর দিলে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি জিয়াউর রহমান।