জয়পুরহাটে জুয়াড়ীসহ আটক ১০

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে নয় জুয়াড়ী ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দূর্গাদহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. মামুনুর রশিদ (৩২), মো. সুলতান মাহমুদ (৩৮), মো. দুলাল হোসেন (৩২), মো. রফিকুল ইসলাম (৪৪), মো. আলাউদ্দিন মিয়া (৪৮), মো. সাইদুল ইসলাম (৪৮), মো. বেলাল হোসেন (২২), মো. বাচ্চু মিয়া (৪৭), মো. রনি হোসেন (২৮) ও মাদক ব্যবসায়ী রকি হোসেন (২৮)।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদে খবর পেয়ে শনিবার রাত ৯টার দিকে দূর্গাদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নয় জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় নগদ আট হাজার ৯২ টাকাসহ তিন বান্ডিল তাস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অপর এক অভিযানে জেলা শহরের চিনিকল এলাকা থেকে ২০ লিটার দেশিয় তৈরি চোলাইমদসহ রকি হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে
সদর থানায় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।