জয়পুরহাটে ৪৮ ঘণ্টর মধ্যে ক্লু-লেস খুনের রহস্য উদঘাটন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১
জয়পুরহাটে ৪৮ ঘণ্টর মধ্যে ক্লু-লেস খুনের রহস্য উদঘাটন

অনলাইন ডেস্ক : জয়পুরহাটে ৪৮ ঘণ্টার মধ্যে ক্লু-লেস একটি খুনের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে অভিযুক্তদের গ্রেফতারসহ খুনের সময় ব্যবহৃত চাকু, রশি ও ছিনতাইকরা ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

এর আগে ২৫ অক্টোবর রাতে শুধুমাত্র একটি ইজিবাইক ছিনতাই করার জন্য নির্মমভাবে খুন করা হয় চালক শফিকুল ইসলামকে (৩০)।

গ্রেফতারকৃতরা হলেন- ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (৩২) ও একই গ্রামের বাবলু মন্ডলের ছেলে রুবেল হোসেন (৩৫)।

জেলা পুলিশের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকালে আয়োজিত মিট দ্যা প্রেস-এ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, ওসি ডিবি শাহেদ আল মামুনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, গ্রেফতারকৃত ২ জনের দেওয়া প্রাথমিক তথ্য মতে, ২৫ অক্টোবর শফিকুল ইসলামের ইজিবাইকটি দুপুরে সদর রোডের পৃথিবী কমপ্লেক্সের সামনে থেকে ২০০ টাকায় ভাড়া করে মঙ্গলবাড়ি যাওয়ার জন্য। সেখান থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পনা মোতাবেক দোগাছী ইউনিয়নের গুচ্ছ গ্রামের মোড় থেকে ১০০ গজ দূরে পূর্ব পাশে রাত ৯টার সময় ইজিবাইকে থাকা রশিদুল, রুবেলসহ অপর আসামি পেছন থেকে ইজিবাইকচালক শফিকুলের গলায় প্রথমে রশি দিয়ে শ্বাস রোধ করে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রশিদুল চাকু দিয়ে নির্মমভাবে জবাই করে। পরে রাস্তার পাশে ফেলে ইজিবাইক নিয়ে চলে যায়।

এ ঘটনায় পরের দিন শফিকুলের পিতা নিলু ফকির বাদী হয়ে জয়পুরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করন। ক্লু-লেস মার্ডার নিয়ে পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করে ডিবি পুলিশ। আসামিদের গ্রেফতার এবং তাদের দেওয়া তথ্য মতে ছিনতাই করা ইজিবাইকসহ খুনের কাজে ব্যবহৃত চাকু, শ্বাস রোধ করা রশি ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হওয়া রশিদুল ইসলাম ট্রাকের ড্রাইভার ও রুবেল ট্রাকের হেলপার হিসাবে কাজ করতে বলে জানায়। ক্ষেতলাল এলাকায় আগের একটি খুনের মামলায় রশিদুল এজাহার নামীয় আসামি ও রুবেল ফেন্সিডিল মামলায় সাজাপ্রাপ্ত আসামি বলে জানান ওসি ডিবি শাহেদ আল মামুন। এই খুন ও ছিনতাই কাজে জড়িত অপর আসামিকে গ্রেফতারের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।