স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

ঘাতক স্বামী মো. রাশেদ (২৬) রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের বাসিন্দা।

নিহত সীমা আক্তার সুমী (১৯) একই উপজেলার চর বংশী গ্রামের খোকন ছৈয়ালের মেয়ে।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রাশেদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ০৩ মে রাতে রাশেদের সঙ্গে সীমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সীমা তার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সীমাকে গলাটিপে হত্যা করেন রাশেদ।