জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

অনলাইন ডেস্ক : জয়পুরহাট সদর জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী হচ্ছে ভাদসা গ্রামের আফজাল হোসেনের ছেলে মো: ফিলিপস (৪৩)। ভাদসা বাজার এলাকায় গাঁজা বিক্রি চেষ্টা চলছে গোপনে এমন খবর পেয়ে ডিবি পুলিশের উপ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি দল অভিযান চালায়। এসময় ৬ কেজি শুকনা গাঁজাসহ ফিলিপসকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে মাদকসেবীদের নিকট গাঁজা সরবরাহ আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানায় ফিলিপস। তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান, এস আই আমিরুল ইসলাম।