জয়পুরহাটে কাবিখার ৫০ মেট্রিক টন গম আটক

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা খাদ্য গুদাম থেকে আজ শুক্রবার দুপুরে পাচারের সময় কাবিখার তিন ট্রাক ৫০ মেট্রিক টন গম জব্দ করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ বাহিনী।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, আক্কেলপুর পৌর এলাকার হাসতাবসন্তপুর আশ্রয়ন প্রকল্পের পুকুর সংস্কার কাজের বিনিমিয়ে খাদ্য (কাবিখা) কর্মসূচী বাস্তবায়নে গম দেওয়ার কথা ছিল। কিন্ত সংশ্লিষ্ট কমিটি বেশী লাভের আশায় তা অমান্য করে শ্রমিক না লাগিয়ে ডেকু মেশিন দিয়ে মাটি কেটে কাজ শেষ না করেই খাদ্য গুদাম থেকে গম গুলো অন্যত্র বিক্রি করে।

শুক্রবার জুমার নামাজের সময় খাদ্য গুদাম থেকে গোপনে ৩টি ট্রাকে ৫০ মেট্রিক টন গম পাচার করা হচ্ছে।

গোপনে খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা যৌথ ভাবে অভিযান চালিয়ে গম গুলো জব্দ করা হয় বলে জানান, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। এ সময় ট্রাক ফেলে ড্রাইভার হেলপার গমের মালিক ও খাদ্য গুদামের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টটদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।