জয়পুরহাটে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা পুলিশের সদস্যরা আমদানী নিষিদ্ধ ২৭১ বোতল ফেন্সিডিলসহ ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হলেন- পাঁচবিবি উপজেলার রতনপুর মহল্লার তমছের প্রামাণিকের ছেলে এমদাদুল হক (৩৫) ও নঈমুদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩৪)। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাঁচবিবি থানার উপ পরিদর্শক সাগর হোসেন বালিঘাটা ইউনিয়নের কোকতারা গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫৭ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ এমদাদুল হককে গ্রেফতার করে। এদিকে এস আই তোফায়ের হোসেন ধরঞ্জি ইউনিয়নের সালুয়া গ্রাম এলাকায় অপর এক অভিযান চালিয়ে ১১৪ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে কাবিখার ৫০ মেট্রিক টন গম আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক শ্যামলীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারজয়পুরহাটেফেন্সিডিলসহ