আমতলীতে ধানের দাম ভালো থাকায় দ্বিগুণ লাভবান হবে কৃষকরা, বোরো ধানের বাম্পার ফলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় খরচ উঠে দ্বিগুন লাভবান হবে কৃষকরা। কৃষকরা বলেন, বাজারে ধানের দাম ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা করছেন তারা। উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দামও ভালো। এতে কৃষকরা অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর আমতলীতে বোরো ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ২ হাজার ৬শ হেক্টর। কিন্তু ওই লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে ২ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। বোরো ধান চাষের উপযুক্ত সময় মধ্য কার্তিক থেকে শুরু করে ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত। বীজতলা থেকে শুরু করে পাঁচ মাসের মধ্যে উচ্চ ফলনশীল বোরো ধানের ফলন আসে। এ বছর অনাবৃষ্টির কারনে সেচ দিয়ে কৃষককের খরচ বেশি হয়েছে। উচ্চ ফলনশীল জাতের বিরি-২৮, বিরি-২৯,বিরি-৪৭ ও বিরি-৬৭, বিরি-৭৪, বিরি-৮৮ ও হাইব্রিড এসএল-৮ এবং ইস্পাহানী-২ ধান চাষ করছেন কৃষকরা। বর্তমানে কৃষকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। বাজারে ধানের দাম অনেক ভালো। শুরুতেই বাজারে প্রতিমণ ধান ৯৫০ থেকে ১০০০ টাকা বিক্রি হয়েছে। বর্তমান বাজারে চিকন ধান ৭৮০ থেকে ৯০০ টাকা এবং মোটা ধান ৭২০ টাকা থেকে ৮২০ মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, এক হেক্টর জমিতে উৎপাদন খরচ ৬০ হাজার টাকা। ওই জমিতে ধান উৎপাদন হয়েছে গড়ে ৬ মেট্রিক টন। বাজারে প্রতি মণ ধান ৭২০-৮২০ টাকায় বিক্রি হচ্ছে। সেই হিসেবে ওই জমিতে অন্তত ১ লাখ টাকা আয় হবে। বাজারে ধানের দাম ভালো থাকায় এ বছর ভালো লাভবান হবে বলে আশা করছেন কৃষকরা। গত বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলার কুকুয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছে কৃষকরা। কাউনিয়া গ্রামে কৃষক নজরুল ইসলাম বলেন, ১৫ হাজার টাকা ব্যয়ে ৮০ শতাংশ জমিতে রোবো চাষ করেনি। ফলন ভালো হয়েছে। বাজারে ধানের দামও ভালো। আশা করি খরচ উঠে দ্বিগুন লাভ হবো। ঘোপখালী গ্রামের আফজাল শরীফ বলেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং বাজারে ধানের দামও ভালো। আশা করি বেশ ভালোই লাভবান হবো।উত্তর তক্তাবুনিয়া গ্রামের আরিফ মৃধা বলেন, ৫২ হাজার টাকা খরচ করে তিন একর জমিতে বোরো ধান চাষ করেছি। ফলন ভালো হয়েছে। আশা করি এক লাখ টাকার বেশি বিক্রি করতে পারবো। আমতলী উপজেলা আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, বাজারে মোটা ও চিকন দুই ধরনের ধান রয়েছে। চিকন ৭৮০ থেকে ৯শ টাকা এবং মোটা ধান ৭২০ থেকে ৮২০ টাকা মণ ধরে বিক্রি হচ্ছে। ধানের দাম ভালো থাকায় কৃষকরা অনেক লাভবান হবে। আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা বেশ লাভবান হবে। Share this:FacebookX Related posts: আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত চাষিরা গলাচিপায় আলু চাষে লক্ষ্যমাত্র ছাড়িয়েছে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ সাতক্ষীরায় কাঁঠালের বাম্পার ফলন টানা বৃষ্টিতে বোরো ধান নিয়ে বেকায়দায় রাজশাহীর কৃষকরা পঞ্চগড়ে মরিচের বাম্পার ফলন, আগাম বর্ষায় লোকসানের আশংকা ভাসমান বেডে আমন বীজ তলা তৈরি করেছে কৃষকরা কাউখালীতে আমড়া ভাল হলেও হাসি নেই চাষিদের মুখে পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা আমন চারার ভাসমান বাজার জমে উঠেছে মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা শীত উপেক্ষা করে বোরো চাষে ব্যস্ত কৃষকরা SHARES Matched Content কৃষি বিষয়: আমতলীতেকৃষকরাদ্বিগুণ লাভবান হবেধানের দাম ভালো থাকায়বাম্পার ফলনবোরো ধানের