খুলনায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে দায়ীত্ব পালন করছে পুলিশ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

আতিয়ার রহমান,খুলনা : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করে পুলিশ সদস্যরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরাসরি রাস্তায় নেমে কাজ করছে পুলিশ। সাধারণ মানুষকে বাসার ভিতরে রাখতে বিভিন্ন স্থানে পুলিশের নজরদারী ও টহল অব্যাহত রয়েছে। নিজেদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় তারা ঝুঁকি নিয়েই নানা দায়ীত্ব পালন করছেন।
খুুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি ও খুলনা জেলায় প্রায় ছয় হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাদের ব্যক্তিগত সুরক্ষায় পর্যাপ্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। মহানগর ও জেলায় কর্মরত পুলিশ সদস্যরা পিপিই (পার্সনাল প্রটেকশন ইকুইপমেন্ট) ছাড়াই দায়ীত্ব পালন করছে। এমকি দায়ীত্ব পালনের সময় কারও কারও মুখে মাস্ক থাকলেও হাতে নেই হ্যান্ড গ্লাভস। অথচ বিভিন্ন জায়গায় লোকসমাগম ঠেকানো, সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টাই নিশ্চিত করা, বিদেশি ও ভিআইপিদের প্রটেকশন দেওয়া, মৃত ব্যক্তির পোস্টমর্টেমসহ নানা দায়ীত্ব পালন করলেও তাদের পর্যাপ্ত সুরক্ষা উপকরণ নিশ্চিত করা হয়নি। ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়াও তাদের যুক্ত করা হচ্ছে একাধিক নতুন নতুন বাড়তি দায়িত্বে।

এতে যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে পুলিশ সদস্যরা। তাদের কেউ করোনায় আক্রান্ত হলে তা পুরো বাহিনীতে ছড়াবে না এমনটি উড়িয়ে দেওয়া যায় না। নাম প্রকাশে একাধিক পুলিশ সদস্য বলেন, ‘আমরা নিয়মিত মানুষের কাছে যাই। কোন বিপদ হলেই মানুষ পুলিশকে খবর দেয়। এছাড়াও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আমরা যেকোন স্থানে মানুষের জনসমাগম হতে দিচ্ছি না। এতে অনেক সময় আমরা হামলা শিকার হচ্ছি। তার চেয়ে বড় ব্যাপার করোনা প্রতিরোধে আমাদের নিজেদেরই তেমন সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়নি। ফলে আমাদের ঝুঁকির মধ্যেই সকল দায়ীত্ব পালন করতে হচ্ছে।’

জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছে। তাদের ইতোমধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গলভস প্রদান করা হয়েছে। কিছু কিছু সদস্যদের পিপিই প্রদান করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার ্এস এম সফিউল্লাহ বলেন, ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা দায়ীত্ব পালন করছেন। অল্প কিছু পিপিই দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত নয়। তাই আমরা রেইন কোর্ট ব্যবহার করছি। তবে অল্প কিছু দিনের মধ্যেই পুলিশ হেড কোয়ার্টার ও জেলা পুলিশের উদ্যোগে পিপিই ব্যবস্থা করা হবে।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আব্দুর রশিদ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য সকলকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ণ দায়ীত্বে যারা কাজ করছেন তাদের জন্য অল্প কিছু পিপিই দেওয়া হয়েছে। এছাড়াও সকলকে সতর্ক থেকে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, আমাদের থানায় পাঁচটি পিপিই প্রদান করা হয়েছে। পোস্টমর্টেমসহ নানা জরুরি কাজে যারা নিয়জিত তারাই এগুলো ব্যবহার করবেন। যারা নিয়মিত টহল বা নিরাত্তার দায়ীত্ব পালন করছেন তাদেরও পিপিই প্রয়োজন তবে সরবরাহ কম থাকায় সেটা দেওয়া সম্ভব হচ্ছে না।

কেএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, খুলনা মহানগরীতে প্রায় তিন হাজার তিনশ’ পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাদের প্রত্যেককে ভাইরাস প্রতিরোধে মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস দেওয়া হয়েছে। যারা গুরুত্বপূর্ণ দ্বায়ীতে রয়েছেন তাদের পিপিই প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করার জন্য বলা হয়েছে। কেউ যদি তা ব্যবহার না করেন সেটা ঠিক নয়। এবিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।