মোরেলগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন সভাপতি ও সমকাল প্রতিনিধি ফজলুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেস ক্লাবের ১৩ জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), অর্থ ও দপ্তর সম্পাদক ডেইলি অবজারভার সংবাদদাতা এস এম সাইফুল ইসলাম কবির (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক দ্যা বাংলাদেশ টুডের এম. পলাশ শরীফ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্যনির্বাহী সদস্য একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম (পদাধিকার অনুযায়ী) ও কালের কন্ঠ/জিটিভি’র জামাল হোসেন বাপ্পা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ।

নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি এইচএম মইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দায়িত্বরত পুলিশ সদস্যরা।