ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, মে ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর গাংনীতে ডিজিটাল নিরাপত্তা আইনে স্থানীয় দৈনিকের সাংবাদিক আল আমিনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে গাংনী পৌরসভাধীন বাঁশবাড়ীয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। আল আমিন হোসেন বাঁশবাড়ীয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়ি দখল করে রেখেছেন এমন অভিযোগে গত বছরের ১১ মে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে সাবেক এমপির পরিবারের পক্ষ থেকে ওই সংবাদের প্রতিবেদক আল আমিন, পত্রিকার প্রকাশক এমএএস ইমন ও সম্পাদক ইয়াদুল মোমিনের নামে গত বছরের ১২ মে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় নিম্ম আদালত থেকে জামিন পান। সাম্প্রতিক সময়ে পুলিশ মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে আদালত পরিবর্তন হয়। আদালতে জামিন না নেওয়ায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।