পুলিশ হবে বিশ্বমানের: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২ পুলিশ হবে বিশ্বমানের: সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের পুলিশ হবে বিশ্বমানের পুলিশ। আমরা শুধু তা মুখে না, কাজেও তা দেখিয়েছি। সম্পূর্ণ পরিবর্তনীয় পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ার মাধ্যমে তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল নিয়োগ দেয়া হয়েছে। আমরা যেমন যোগ্যদের পুলিশে চাকরি দিয়েছি, তেমন তারা যেন সঠিক ও উন্নত প্রশিক্ষণ পায় সে ব্যবস্থাও করেছি। রোববার দুপুরে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পুলিশে নবনিয়োগকৃত তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবল-২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে করোনা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের অগ্রণী ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়, বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে। তিনি বলেন, আগামীর উন্নত বিশ্বে অপরাধের ধরণ বদলে যাচ্ছে। তাঁর সাথে তাল মিলিয়ে আমাদের পুলিশও এগিয়ে যাচ্ছে। দেশের সার্বিক নিরাপত্তা পুলিশ বাহিনীর উপরে ন্যস্ত। প্রতিটি পুলিশ সদস্য নিজের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকবেলা করবে। পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ। প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একাডেমিতে এসে পৌঁছালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, একাডেমির প্রিন্সিপাল এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকাল সাড়ে ১০ টায় একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন কেন্দ্রীয় সভানেত্রী, পুনাক বেগম জীশান মীর্জা। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: তরুণরা পথ হারালে দেশ অন্ধকারে তলিয়ে যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃভাষা দিবসে বিশেষ নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অবস্থান নষ্ট করেছে শাহেদ: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে দোষীকে শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দমনই নয়, জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী রোজিনার বিষয়টি সাধ্যমতো দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডির কার্যক্রম আগারগাঁও থেকেই: স্বরাষ্ট্রমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: পুলিশ হবেবিশ্বমানেরসারদায়স্বরাষ্ট্রমন্ত্রী