জেলা ছাত্রদলের সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ (৩৪) কে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে একটি রিভালবার ও তিন রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।

জুনায়েদ হোসেন সবুজ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ (মিলন মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি খোকন চন্দ্র সরকার বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে বিষ্ফোরক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় সিরাজগঞ্জ থানায় সিরাজগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইন মামলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।