গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।মঙ্গলবার রাতে সদর উপজেলার কেশবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার দূর্গাদহ গ্রামের জাহাঙ্গীর আলম (৩৮), পাইকড় ডারিয়া গ্রামের আসলাম ফকির (৩৬) ও পশ্চিম পারুলিয়া গ্রামের রায়হান ইসলাম (৩৮)।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, কেশবপুর এলাকায় মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এ সময় এক কেজি গাঁজাসহ তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের নিকট থেকে চারটি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ এক হাজার ১০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‍্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাদকদ্রব্য হিসেবে গাঁজা সংগ্রহ করে স্থানীয় মাদকসেবী ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।

জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে র‍্যাব সূত্র জানায়।