কম্পিউটারে সাবেক স্ত্রীর নগ্ন ছবি: যুবকের ১০ বছর কারাদণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আসামির নাম গোলাম রসুল (৩৫)। বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে তার বাড়ি। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস কারাভোগ করতে হবে গোলাম রসুলকে। তবে আসামি পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত। আসামিকে গ্রেফতারের পর এ রায় কার্যকর হবে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গোলাম রসুল। তালাক দেওয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ছিলো ওই তরুণীর কিছু নগ্ন ছবি। এসব ছবি তুলে রেখেছিলেন তার সাবেক স্বামী রসুল। এ ঘটনায় সেদিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি নগ্ন ছবি পায়। এ সময় জব্দ করা হয় কম্পিউটার। এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেফতারও করেছিল। পরে জামিন পেয়ে তিনি লাপাত্তা হয়ে যান। তাই বিচার শেষে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করলেন আদালত। Share this:FacebookX Related posts: ধামইরহাটে ৩৩ মাদক সেবীর কারাদণ্ড র্যাফেল ড্র এর টিকিট বিক্রি’র দায়ে নাচোলে ১৩ জনের বিনাশ্রম কারাদন্ড লুটপাটের মামলায় বিতর্কিত ইউপি চেয়ারম্যানের কারাদন্ড, এলাকায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের ২২ বছর সশ্রম কারাদণ্ড নওগাঁ সাপাহারে ভুয়া চিকিৎসক আটক : ভ্রাম্যমান আদালতে জরিমানা নওগাঁয় ভ্রাম্যমান আদালত কর্তৃক বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা রাজশাহীতে জামিন ও শুনানির জন্য দুটি ভার্চ্যুয়াল কোর্ট আদালত চালুর দাবীতে রাজশাহীতে মানববন্ধন জয়পুরহাটে বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড SHARES Matched Content আইন আদালত বিষয়: কম্পিউটারেনগ্ন ছবিযুবকের ১০ বছর কারাদণ্ডসাবেক স্ত্রীর