কম্পিউটারে সাবেক স্ত্রীর নগ্ন ছবি: যুবকের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
আসামির নাম গোলাম রসুল (৩৫)। বগুড়ার কাহালু উপজেলার পাঁচগ্রাম গ্রামে তার বাড়ি। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস কারাভোগ করতে হবে গোলাম রসুলকে।

তবে আসামি পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত। আসামিকে গ্রেফতারের পর এ রায় কার্যকর হবে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, স্ত্রী-সন্তানের কথা গোপন রেখে গোলাম রসুল এক তরুণীর সঙ্গে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ওই তরুণী গোলাম রসুলের স্ত্রী-সন্তানের কথা জানতে পারেন। এরপর ২০১৬ সালের ২১ আগস্ট তিনি রসুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন গোলাম রসুল।

তালাক দেওয়ার তিন দিন পর ২৪ আগস্ট ভোরে ওই তরুণীর বাবা বাড়ির সামনে একটি খাম পান। খামের ভেতরে ছিলো ওই তরুণীর কিছু নগ্ন ছবি। এসব ছবি তুলে রেখেছিলেন তার সাবেক স্বামী রসুল। এ ঘটনায় সেদিনই ভুক্তভোগী তরুণীর বাবা থানায় অভিযোগ করেন। পরে পুলিশ রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর কম্পিউটারে রাখা ওই তরুণীর ৩৯টি নগ্ন ছবি পায়। এ সময় জব্দ করা হয় কম্পিউটার।

এ নিয়ে রসুলের বিরুদ্ধে কাহালু থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন ওই তরুণীর বাবা। পুলিশ সেদিন আসামি গোলাম রসুলকে গ্রেফতারও করেছিল। পরে জামিন পেয়ে তিনি লাপাত্তা হয়ে যান। তাই বিচার শেষে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করলেন আদালত।