মাদকসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার জয়মনির হাট ইউনিয়নের সীমান্ত লাগোয়া দক্ষিণ শিংঝাড় গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জহুরুল হকের (৩৭) বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার গভীর রাতে জহুরুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ভারতে তৈরি ২৩ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল স্ক্যাফ, ৫০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ দুই লাখ ৫৭ হাজার ১৩০ টাকা উদ্ধারসহ তাকে আটক করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর রোববার তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।