ফুলবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে পুলিশ বাদী হয়ে কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। আটককৃত হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় বালারহাট-ফুলবাড়ী সড়কে রফিকুলকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তল্লাশী চালিয়ে তার মোটরসাইকেলের ট্যাংকি ও সাইট কভারের ভেতর থেকে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কারবারীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।