পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত করায় বখাটের তিন মাসের জেল

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় কলেজছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বিপ্লব রানা (৩২) নামের এক জনকে তিন মাসের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার ভ্রাম্যমান আদালত।

জানা যায়, সাইকেল করে প্রাইভেট ও কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে বখাটে বিপ্লব উত্যক্ত করে। ছাত্রীটি স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা বিপ্লবকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।

খবর পেয়ে নির্বাহী অফিসার শারমিন সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং বখাটে বিপ্লবকে তিন মাসের জেল দেয়। বিপ্লব ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।