চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ২

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ই সেপ্টেম্বর বিকাল আনুমানিক চার ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাথীন দ্বারিয়াপুর স্কুল পাড়ায় অভিযান পরিচালনা করে ৭৭৫ গ্রাম হেরাইন এবং নগদ-৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির সূত্রমতে, চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৮ই সেপ্টেম্বর র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাথীন দ্বারিয়াপুর স্কুল পাড়া জনৈক তালেব উকিলের বাড়ীর দক্ষিন পাশে আসামী মোঃ কাজল এর বাড়ী (মাষ্টার ভিলা) এর উত্তর পাশের আসামীর শয়ন কক্ষের ছানছেটের উপর অবৈধ মাদকদ্রব্য রাখা আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল আনুমানিক ৪টার দিকে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ কাজল (৩৮), পিতা-মৃত তৈয়মুর মাষ্টার, সাং-দ্বারিয়াপুর, চাঁপাইনবাবগঞ্জ ও মোছাঃ মরিয়ম (৩০), স্বামী- মোঃ ইউনুস আলী, গোদাগাড়ী পৌরসভা, মৈশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহীদ্বয়’কে ৭৭৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট হতে মাদক বিক্রয়লব্দ নগদ-৪৯,০০০/- (উনপঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।