টঙ্গীতে মাদকসহ একজন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মাদকসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতের নাম মোঃ শাকিল আহম্মেদ (২০)। সে কুুমিল্লা জেলার মোঃ আবুল কাশেম ছেলে।

টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার (২৫ জুলাই) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী সেনা কল্যান ভবনের দক্ষিণ পাশে হোন্ডা রোড সালমান বার্ড হাউজ দোকানের সামনে পাকা রাস্তায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই। পরে তার কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।