ফেলানী হত্যার ৯ বছর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০ নিউজ ডেস্কঃ আজ ৭ জানুয়ারি। সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ৯ বছর। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ফেলানী।দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গণমাধ্যমসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত।পরে বিএসএফের বিশেষ কোর্টে দুই দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুম-এর সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতের বঙ্গাইগাঁও গ্রামে। মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ২০১১ সালের ৬ জানুয়ারি মেয়েকে নিয়ে রওনা হয় দেশের উদ্দেশ্যে। ৭ জানুয়ারি ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের উপর মই বেয়ে আসার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় ফেলানীর। ফেলানীর নিথর দেহ কাঁটাতারের উপর ঝুলে থাকে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা।এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়।বিএসএফের এ কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনঃবিচারের দাবি জানায় ফেলানীর বাবা।২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনঃবিচার শুরু হলে ১৭ নভেম্বর আবারো আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। ২০১৫ সালের ২ জুলাই এ আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। রায়ের পরে একই বছর ১৪ জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ‘মাসুম’ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এদিকে মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর বাবা-মা। ফেলানীর বাবা নূর ইসলাম জানান, ফেলানী হত্যার বিচার চেয়ে অনেক ঘুরেছি, মানবাধিকার সংস্থাসহ বহুজনের কাছে গেছি, বিচার পেলাম না।একসময় সবাই পাশে থাকলেও এখন কেউ পাশে নেই। ফেলানীর মা জাহানারা বেগম জানান, ফেলানী হত্যার ৯ বছর হয়ে গেলো কিন্তু বিচার দেয় দেয় বলে দিচ্ছে না, এ হত্যার সঠিক বিচার হলে আমার মেয়ের আত্মা শান্তি পেতো। আমি সরকারের কাছে সঠিক বিচার দাবি করছি।কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাড. এস এম আব্রাহাম লিংকন জানান, এখন পর্যন্ত রিটটি তালিকাভুক্ত হয়নি। তিনি আরও বলেন, এটা ঝুলিয়ে না রেখে নিষ্পত্তি করা উচিত। তবে তিনি আশা ব্যক্ত করেন ভারতীয় উচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবেন তা উভয় দেশের সীমান্ত ব্যাবস্থাপনার জন্য ইতিবাচক হবে। Share this:FacebookX Related posts: পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার পঞ্চগড়ে দেশীয় অস্ত্র ও মাইক্রোবাসসহ ৩ ডাকাত আটক দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত মানবতা বিরোধী অপরাধে কুড়িগ্রামে ১৩ রাজাকার গ্রেফতার পঞ্চগড়ে হিন্দু পুরোহিতকে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড খাটের নিচ থেকে টিসিবির বিপুল পরিমাণ সোয়াবিল তেল উদ্ধার, আটক ২ বাঁশ বোঝাই ট্রাকের ভেতর থেকে গাঁজা উদ্ধার, আটক দুই পঞ্চগড়ে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক বাবা-মাকে বেঁধে রেখে স্কুলছাত্রী ধর্ষণ, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা ফেনসিডিলসহ দুই নারী আটক হিলিতে ৪০ হাজার গুলি উদ্ধার SHARES Matched Content অপরাধ বিষয়: ৯ বছরফেলানীহত্যার