স্পিরিট পানে ১১ জন মৃত্যুর ঘটনায় মূল হোতা আটক

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে গত ২৬ মে বিষাক্ত স্পিরিট পানে ১১ জনের মৃত্যুর ঘটনার প্রধান হোতা স্পিরিট ব্যবসায়ী রফিকুল ইসলামকে শনিবার থানা পুলিশ গ্রেফতার করেছে।

জানা গেছে, ঈদুল ফেতরের পর গত ২৬ মে বিষাক্ত স্পিরিট (অ্যালকোহল) পানে স্বামী-স্ত্রীসহ ১১ জনের মৃত্যু ঘটে এবং ৬জন অন্ধত্ব বরণ করে। এঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে আটক ও হত্যা মামলা রুজু করে। ঐ মামলায় পলাতক আসামী বিরামপুর ও পার্শ্ববর্তী এলাকায় স্পিরিট সরবরাহকারী বিরামপুর পূর্বজগন্নাথপুর মহল্লার বাসিন্দা মুত: সিরাজুল ইসলামের পুত্র রফিকুল ইসলামকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।

আটক রফিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ফুলবাড়ি থানায় একটি এবং বিরামপুর থানায় ৩টি মাদক মামলা চলমান রয়েছে।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক রফিকুলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমাণ্ড আবেদনসহ শনিবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।