করোনায় ১০ দিনের ব্যবধানে ছেলে-মা ও নানার মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১০ দিনের ব্যবধানে ছেলে, মা ও নানার মৃত্যু হয়েছে। গত ২০ জুন ছেলে জিহাদ (১৪) দিয়ে মৃত্যুর মিছিল শুরু। এরপর একে একে ২৪ জুন বৃহস্পতিবার জিহাদের মা রোখসানা (৪৮) ও ২ জুলাই শুক্রবার ভোরে মারা যায় রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)। পল্লী কবি জসীম উদ্দিনের কবর কবিতার বাস্তব রূপ এখন উপজেলার কাজিপাড়া গ্রামে। করোনায় ছেলে, মা ও নানার মৃত্যুতে শোক জানানোর কেও নেই। লাশ পড়ে আছে ঘরের এক কোণে। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী কেউ নেই লাশের পাশে। এমনকি দুঃখ প্রকাশ করার মতও কেউ নেই। কে কাটবে কবর, কে করবে জানাজা, কে করবে দাফন! মৃত্যুপুরিতে রূপ নিয়েছে এই বাড়িটি। সৈয়দ মাহাবুব হোসেনের লাশ বাড়িতে পড়েছিলো। তার লাশ দেখতে বা দাফন-কাফনে সাহায্য করার জন্য কেউ তার বাড়িতে আসেনি। তার মৃত্যুর খবরটি স্থানীয় কেউ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোবর দেয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের নমুনা নিজ বাড়ি থেকে সংগ্রহ করা হয়। পরে এটি এন্টিজেন রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে। Share this:FacebookX Related posts: মোংলায় করোনায় কর্মহীন ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে নৌবাহিনী বাগেরহাট কারাগারের ১৯ বন্দির মুক্তি শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ করোনায় খুলনা বিভাগে একদিনে ২৮ জনের মৃত্যু খুলনা বিভাগে করোনায় আরও ৩২ জনের মৃত্যু করোনায় খুলনা বিভাগে আরও ২৭ জনের প্রাণহানী শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য আহরণ শরণখোলায় জাল ও মাছসহ ট্রলার আটক খুলনায় যত্রতত্র পার্কিংয়ে দুর্ভোগ : বেহাল কেডিএ’র সোনাডাঙ্গা বাস টার্মিনাল শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ১০ দিনের ব্যবধানেকরোনায়ছেলে-মা ও নানার মৃত্যু