করোনায় ১০ দিনের ব্যবধানে ছেলে-মা ও নানার মৃত্যু

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১০ দিনের ব্যবধানে ছেলে, মা ও নানার মৃত্যু হয়েছে।

গত ২০ জুন ছেলে জিহাদ (১৪) দিয়ে মৃত্যুর মিছিল শুরু। এরপর একে একে ২৪ জুন বৃহস্পতিবার জিহাদের মা রোখসানা (৪৮) ও ২ জুলাই শুক্রবার ভোরে মারা যায় রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)।

পল্লী কবি জসীম উদ্দিনের কবর কবিতার বাস্তব রূপ এখন উপজেলার কাজিপাড়া গ্রামে। করোনায় ছেলে, মা ও নানার মৃত্যুতে শোক জানানোর কেও নেই। লাশ পড়ে আছে ঘরের এক কোণে। পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী কেউ নেই লাশের পাশে। এমনকি দুঃখ প্রকাশ করার মতও কেউ নেই। কে কাটবে কবর, কে করবে জানাজা, কে করবে দাফন! মৃত্যুপুরিতে রূপ নিয়েছে এই বাড়িটি।

সৈয়দ মাহাবুব হোসেনের লাশ বাড়িতে পড়েছিলো। তার লাশ দেখতে বা দাফন-কাফনে সাহায্য করার জন্য কেউ তার বাড়িতে আসেনি। তার মৃত্যুর খবরটি স্থানীয় কেউ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোবর দেয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের নমুনা নিজ বাড়ি থেকে সংগ্রহ করা হয়। পরে এটি এন্টিজেন রিপোর্টে করোনা শনাক্ত হয়েছে।